Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা প্রশাসনের পটভূমি

গোমস্তাপুর উপজেলার পটভূমিঃ মহানন্দা ও পূণর্ভবা নদীর বিধৌত উর্বর পলল ভূমি ও উচু বরেন্দ্র এলাকা নিয়ে গঠিত চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলা । চাঁপাইনবাবগঞ্জ জেলার মধ্যে গোমস্তাপুর উপজেলার আয়তন ও জনসংখ্যার দিক থেকে তৃতীয় স্থানে গোমস্তাপুর উপজেলা । নামকরণের সঠিক কোন ধারণা পাওয়া যায়নি । তবে লোক মুখে যা জানা যায় বৃটিশ জমিদারদের বেশ কিছু সংখ্যক রাজস্ব আদায়কারী যাদের বলা হতো ’’ গোমস্তা’’ বর্তমান গোমস্তাপুর বাজার এলাকায় বাস করত । তাদের নাম অনুসারে নামকরণ হয় গোমস্তাপুর ।

          গোমস্তাপুর উপজেলার আয়তন ৩২৮.১৩ বর্গ কিলোমিটার ও জনসংখ্যা ২,৪০,১২৩ জন । ইহার উত্তর গোলার্ধে ২৪.৪৪ এবং ২৪.৫৮ অক্ষাংশ ও পূর্ব গোলার্ধে ৮৮.১৩ এবং ৮৮.৫৮ দ্রাঘিমাংশে অবস্থিত । ইহার উত্তরে ভারত ও নওগাঁ জেলার পোরশা উপজেলা, পূর্বে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলা, দক্ষিনে নাচোল ও শিবগঞ্জ উপজেলা এবং পশ্চিমে ভোলাহাট ও শিবগঞ্জ উপজেলা ও ভারত ।