Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ

সড়ক পথে- 

 

রাজধানী শহরের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ সদরের সরাসরি যাতায়াতের একমাত্র মাধ্যম সড়কপথ। ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ সদরের সড়ক দূরত্ব ৩১৭ কিলোমিটার। ঢাকাস্থ গাবতলী বাস টার্মিনাল ও কল্যানপুরসহ বিভিন্ন পয়েন্ট থেকে চাঁপাইনবাবগঞ্জ সদরের উদ্দেশ্যে প্রতিদিন অনেকগুলো পরিবহন সংস্থার অসংখ্য বাস ছেড়ে আসে। পক্ষান্তরে চাঁপাইনবাবগঞ্জ সদর থেকেও ঐসব সংস্থার বাস নিয়মিত ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ সদর রুটে চলাচলকারী উল্লেখযোগ্য পরিবহন সংস্থার নাম ও যোগাযোগের সূত্র নিচে দেওয়া হলঃ

 

 

ক্রমিক নং

পরিবহন সংস্থার নাম

ঢাকা কাউন্টার

চাঁপাই কাউন্টার

যাত্রী প্রতি ভাড়া

হানিফ এন্টারপ্রাইজ

০১৮১৩-০৪৯৫৪৩

(কল্যানপুর)

০১৭১৩-২০১৭০১

৫০০-৭২০/-

নন-এসি

মডার্ণ এন্টারপ্রাইজ

০১৭১১-২২৮২১৭

০৭৮১-৫৬০২৫

৫০০-৭২০/-

নন-এসি

ন্যাশনাল ট্রাভেলস

০১৭১১-২২৮২৮৬

০১৭৩০-০৭৩২৬৮

৫০০-৭২০/-

নন-এসি

 

প্রতিদিন ভোর থেকে শুরু করে মধ্যরাত অবধি এ সমস্ত পরিবহন সংস্থার যাত্রীবাহী বাস একঘন্টা/আধাঘন্টা অন্তর ঢাকা ও রহনপুর টার্মিনাল থেকে নির্দিষ্ট গন্তব্যে চলাচল করে। এ সবের বাইরে লতা, নাহার, সাথী, দূরদূরান্ত ইত্যাদি পরিবহন সংস্থার বাসও প্রতিদিন নিয়মিতভাবে ঢাকা-রহনপুর রুটে চলাচল করে।

 

ঢাকা থেকে ঢাকা-রাজশাহী জাতীয় মহাসড়ক পথে হয়ে চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ থেকে গোমস্তাপুর হয়ে রহনপুর (প্রায় ৩৩কিঃমিঃ) গোমস্তাপুর উপজেলা পরিষদ।

 

মোবাইল নম্বর - 01753-617 272

টেলিফোন- 07823-74042

ইমেই- gomastapur@mopa.gov.bd

        gomostapur@gmail.com

 

ফ্রেসবুক আইডি- Uno Gomastapur

 

বিঃদ্রঃ-রেল পথে গোমস্তাপুর উপজেলা পরিষদ এর সহিত যোগাযোগ আছে।