রহনপুর ষাঁড়বুরুজ রহনপুর ইউনিয়ন বাসীর কাছে ঐতিয্যের প্রতিক। এটি ষাড়ের চুড়ার মতো উচু হওয়ায় এর নাম করন হয় ষাঁড়বুরুজ। এটি কখন কিভাবে তৈরী হয়েছিল তা কেউ বলতে পারেনা। এর আলামত হিসাবে ধরা যায় এই চুড়া যে সব ইট পাথর পাওয়া যায়। সে সব ইটের গাঁয়ে নাকি বগদাদ শহর নামে লেখা দেখা গিয়েছিল। তাই অনেকেই মনে করেন । হয়তো কোন রাজা বাদশার গোপন আস্তানা । এই চুড়াটি এত উচু ছিলো যে চুড়াটির শেষ প্রান্তে উঠা অসম্ভব ছিল। কিন্ত কালক্রমে এখন অনেকটা ক্ষয়ে গেছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস