Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ

রাজধানী শহরের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ সদরের সরাসরি যাতায়াতের একমাত্র মাধ্যম সড়কপথ। ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ সদরের সড়ক দূরত্ব ৩১৭ কিলোমিটার। ঢাকাস্থ গাবতলী বাস টার্মিনাল ও কল্যানপুরসহ বিভিন্ন পয়েন্ট থেকে চাঁপাইনবাবগঞ্জ সদরের উদ্দেশ্যে প্রতিদিন অনেকগুলো পরিবহন সংস্থার অসংখ্য বাস ছেড়ে আসে। পক্ষান্তরে চাঁপাইনবাবগঞ্জ সদর থেকেও ঐসব সংস্থার বাস নিয়মিত ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ সদর রুটে চলাচলকারী উল্লেখযোগ্য পরিবহন সংস্থার নাম ও যোগাযোগের সূত্র নিচে দেওয়া হলঃ

 

 

ক্রমিক নং

পরিবহন সংস্থার নাম

ঢাকা কাউন্টার

চাঁপাই কাউন্টার

যাত্রী প্রতি ভাড়া

হানিফ এন্টারপ্রাইজ

০১৮১৩-০৪৯৫৪৩

(কল্যানপুর)

০১৭১৩-২০১৭০১

৫০০-৭২০/-

নন-এসি

মডার্ণ এন্টারপ্রাইজ

০১৭১১-২২৮২১৭

০৭৮১-৫৬০২৫

৫০০-৭২০/-

নন-এসি

ন্যাশনাল ট্রাভেলস

০১৭১১-২২৮২৮৬

০১৭৩০-০৭৩২৬৮

৫০০-৭২০/-

নন-এসি

 

প্রতিদিন ভোর থেকে শুরু করে মধ্যরাত অবধি এ সমস্ত পরিবহন সংস্থার যাত্রীবাহী বাস একঘন্টা/আধাঘন্টা অন্তর ঢাকা ও রহনপুর টার্মিনাল থেকে নির্দিষ্ট গন্তব্যে চলাচল করে। এ সবের বাইরে লতা, নাহার, সাথী, দূরদূরান্ত ইত্যাদি পরিবহন সংস্থার বাসও প্রতিদিন নিয়মিতভাবে ঢাকা-রহনপুর রুটে চলাচল করে।