চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম। জনগণের দ্বারপ্রান্তে সেবা পৌছে দেয়ার লক্ষ্যে তথ্য প্রযুক্তি নির্ভর প্রশাসন গড়ে তোলার জন্য অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতকরনের প্রচেষ্টার অন্যতম মাইলফলক এ তথ্য বাতায়ন। এই তথ্য বাতায়ন উপজেলা পর্যায়ের সকল জনপ্রতিনিধিসহ সকল সরকারি বিভাগের প্রাতিষ্ঠানিক কাঠামো ও কার্যক্রমের তথ্য সন্নিবেশিত করা হয়েছে। জনগণের প্রাপ্য সুবিধা এবং প্রাপ্তির ধরণ জানা যাবে এই তথ্য বাতায়ন হতে। প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে সকল ধরনের তথ্য উন্মুক্ত করে দেয়ার মাধ্যমে। এই তথ্য বাতায়নের সাহায্যে যে কোন অভিযোগ বা পরামর্শের জন্য সরাসরি কর্মকর্তা কর্মচারীদের অবহিত করার ব্যবস্থা রয়েছে। অত্র উপজেলার তথ্য বাতায়নকে আরো সমৃদ্ধ করার জন্য আপনার সুচিন্তিত মতামত একান্ত কাম্য।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস