Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
ব্যানার
Details

ষাঢ বুরুজ রাজা লক্ষণ সেনের আমলে অনুমানিক ১১৭৯-১২০৬ সালে হয়। এটি ৭৪ ফুট উচু এবং ৮০০ ফুট পরিধিবিশিষ্ট একটি বুরুজ। এটি নোদা বুরুজ নামে পরিচিত। ইতিহাসবিদ মনে করেন যে, রাজা লক্ষণ সেনের আমলে তখনকার রাজধানী ছিল নোদা। তবে বর্তমানে এটি ষাঢ বুরুজ নামে পরিচিত।

 

 

 

রহনপুরের ঐতিহাসিক রেল ব্রিজটি ১৮২২ সালে ব্রিটিশ সরকার এর আমলে নির্মিত হয়। এই ব্রিজটি রহনপুর থেকে মালদহ ষ্টেশন পর্যন্ত সংযোগ রয়েছে। ভারত থেকে পন্য আনা নেয়ার ক্ষেত্রে এখনো এটি ব্যবহ্রত হয়।

 

 

 

এই গম্বুজ রাজা লক্ষণ সেনের আমলে নির্মিত এবং এটা তাদের একটা বিজয় স্মৃতি। মেটে রং বিশিষ্ট মেঝে থেকে গম্বুজের উচ্চতা প্রায় ৩০ ফুট। অষ্টকোন বিশিষ্ট ঘরের দেয়াল প্রায় ৫ ফুট পুরু। ভিতরে এবং বাইরের দেয়ালে বিভিন্ন কারুকাজ করা আছে। ঘরের তিন দিকে নিটি ফটক।